“মুসলমানী নেসাব : আরাকানে ইসলাম ও ওযীফায়ে রাসূল (সা.)” বইয়ের ভিতর থেকে লেখা:
একদিকে ইসলামের অগণিত অতিপ্রয়ােজনীয় বিষয় আলােচনা করা, অপরদিকে ইসলামের নামে অগণিত কুসংস্কার বা ভুলেভরা প্রাণহীন আনুষ্ঠানিকতার অসারতা আলােচনা করা এত সংক্ষিপ্ত পরিসরে কখনােই সম্ভব নয়। সংক্ষেপ করার অর্থ অনেক কিছু বাদ দিয়ে অল্প কিছু লেখা। এজন্য অনেক জরুরি বিষয় বাদ দিতে হলাে।
পুস্তিকাটিতে শুধুমাত্র সহীহ ও নির্ভরযােগ্য হাদীসের উপর নির্ভর করার সর্বাত্মক চেষ্টা করেছি। হাদীস থেকে ফিকহী মাসআলাহ নির্ণয়ের ক্ষেত্রে ইমামগণের কিছু মতভেদ আছে। এগুলি এড়িয়ে শুধুমাত্র হানাফী ফিকহের আলােকে পুস্তিকাটি রচনা করা হয়েছে। এক্ষেত্রে ইমাম আবু হানীফা, মুহাম্মাদ, আবু ইউসূফ, সারাখসী, সামারকান্দী, কাসানী, রাহিমাহুমুল্লাহ প্রমুখ প্রাচীন ইমামগণের প্রসিদ্ধ গ্রন্থসমূহের উপর নির্ভর করা হয়েছে। যেন পাঠক নিশ্চিত মনে এগুলি পালন করতে পারেন। সমাজে মযহাবের নামে প্রচলিত অনেক ভুল, কুসংস্কার ও অনির্ভরযােগ্য বিষয়, যা মযহাবের ইমামগণ উল্লেখ করেননি বা পূর্ববর্তী গ্রন্থসমূহে নেই, সেগুলাে পরিহার বা প্রতিবাদ করা হয়েছে।
Marshad –
Great writer. Prominent book. Page numbers of the table of contents of this may needs to be revised to make consistent with the book itself.
Marshad –
M Helal Uddin –
মাশাআল্লাহ! খুব সুন্দর একটি বই । এই বইতে খুব সুন্দরভাবে ইসলামের আরকান আহকামগুলো তুলে ধরা হয়েছে। এবং রাসুল সঃ এর দৈনন্দিন অযিফা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই বইটি সকল শ্রেনী পেশার মানুষের জন্য লেখা হয়েছে যাতে করে সকলে এই বই পাঠ করে উপকৃত হতে পারে। সর্বপরি ঈমান ও আকিদার ও আমলের জন্য খুব ভালো বই এটি। আল্লাহ স্যারকে যাযায়ে খায়ের দান করুন । আমীন
M Helal Uddin –
নাইম আল-ইসলাম সজীব –
আসসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বইপোকা পাঠকবৃন্দ।আশা রাখছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। উপর্যুক্ত বইটির বিষয় বস্তু খুবভালো আশা করছি তা পাঠকের জ্ঞানের ক্ষুদা মেটাতে কিছুটা হলেও সহায়তা করবে। বই পড়বেন ধৈর্য্য সহকারে। যাতে বিরক্তির চাপ আপনার থেকে ১০০ হাত দূরে থাকে। আক্কাদাল্লাহু সিহ্হাতাকুম।আমীন!
নাইম আল-ইসলাম সজীব –